প্রদেয় সেবা |
সেবা প্রাপ্তির জন্য করণীয় |
১। টাইমস্কেলের আবেদন নিষ্পত্তি |
যথাসময়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে বিগত ৩-বছরের এসিআর ও সার্ভিস বুক (হালনাগাদ) জমা দিতে হবে। |
২। দক্ষতাসীমা-র আবেদন নিষ্পত্তি |
যথাসময়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে বিগত ৩-বছরের এসিআর ও সার্ভিস বুক (হালনাগাদ) জমা দিতে হবে। |
০৩।এলপিআর/ল্যামগ্রান্ট এর আবেদন নিষ্পত্তি |
নিন্মক্ত কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হবে: ১. এস.এস.সি/স্কুল ত্যাগের সনদ ২. এলপিসি ৩. ১ম নিয়োগপত্র ৪. চাকুরীর খতিয়ান বহি ৫. ছুটি প্রাপ্তির সনদ |
০৪.পেনশন কেস/ আবেদনের নিষ্পত্তি |
পেনশনের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। |
০৫।জিপিএফ থেকে ঋণ গ্রহণ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি |
নির্ধারিত ফরমে হালনাগাদ একাউন্ট স্লিপ সহ আবেদন করতে হবে। |
০৬।জিপিএফ থেকে চূড়ান্ত উত্তোলনের আবেদন নিষ্পত্তি |
প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। |
০৭।গৃহনির্মাণ ও অন্যান্য ঋণের আবেদন |
প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। |
০৮।বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণের আবেদন নিষ্পত্তি |
নিয়মানুযায়ী লিখিত আবেদন করতে হবে |
০৯।নৈমিত্তিক ছুটি ব্যতীত বিভিন্ন প্রকার ছুটিসংক্রান্ত আবেদন নিষ্পত্তি |
প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট ফরমে ও অন্যান্য ক্ষেত্রে সাদা কাগজে লিখিত আবেদন করতে হবে। |
১০।বিদেশ ভ্রমণ/গমন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি । |
প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট ফরমে ও অন্যান্য ক্ষেত্রে সুপার,পিটিআই- এর নিকট লিখিত আবেদন করতে হবে |
১১।বকেয়া বিল-এর আবেদন নিষ্পত্তি |
প্রয়োজনীয়/আনুষঙ্গিক কাগজপত্রসহ বিল সুপার পিটিআই বরাবর উপস্থাপন করতে হবে। |
১২।বার্ষিক গোপনীয় অনুবেদন / প্রতিবেদন পূরণ/ লিখন (উপজেলা রির্সোস সেন্টার থেকে প্রাপ্ত ) |
করনীয় নাই |
১৩।বার্ষিক গোপনীয় অনুবেদন / প্রতিবেদন পূরণ / লিখন |
যথাসময়ে নির্ধারিত ফরম পূরণ করে সপুার,পিটিআই -এর নিকট উপস্থাপন করতে হবে । |
১৪।তথ্য প্রদান ও সরবরাহ দায়িত্ববান যে কোন ব্যক্তি / অভিভাবক / ছাত্রছাত্রী |
অফিস প্রধানের নিকট পূর্ণ নাম ঠিকানাসহ সুস্পষ্ট কারন উল্লেখ করে লিখিত আবেদন/দরখাস্ত করতে হবে । |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS