Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 পিটিআই জয়দেবপুর, গাজীপুর, ঢাকা বিভাগের স্বনামধন্য জেলা গাজীপুরের প্রাণ কেন্দ্রে ভাওয়াল রাজবাড়ী রোডে অবস্থিত। এটি প্রতিষ্ঠানটি ৩.৩০ একর জমির উপর প্রতিষ্ঠিত। ১৯৯১ সাল থেকে অদ্যবধি সুনামের সাথে অত্র প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে মানসম্মত প্রাথমিক শিক্ষার লক্ষে সেবা প্রদান করে যাচ্ছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে ১০ মাস ব্যাপী পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণ কোর্স চালু আছে। এছাড়া প্রতিবছরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন সহ বিভিন্ন ধরনের স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। পিটিআই জয়দেবপুর, গাজীপুর এর সকল কর্মকর্তা- কর্মচারী প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলস সেবা প্রদান করে যাচ্ছেন। প্রায় প্রতি বছরই এই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় পুরস্কারে ভূষীত হচ্ছেন। এ প্রতিষ্ঠানটি ২০১২ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পিটিআই এর স্বীকৃতি লাভ করেন। এ প্রতিষ্ঠানে রয়েছে একটি চার তলা বিশিষ্ট একাডেমিক ভবন, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ভবন, ৫০০ আসন বিশিষ্ট অত্যাধুনিক সাউন্ড সিস্টেম সম্বলিত মাল্টিপারপাস অডিটোরিয়াম বিল্ডিং, দুইটি মহিলা হোস্টেল ও একটি পুরুষ হোস্টেল। একাডেমিক বিল্ডিং এর তৃতীয় তলায় রয়েছে সকল সুযোগ সুবিধা সম্বলিত অত্যাধুনিক আইসিটি ল্যাব ও চতুর্থ তলায় আছে একটি সমৃদ্ধ লাইব্রেরি। পিটিআই এর একাডেমিক ভবনের দক্ষিণ পাশে রয়েছে বিস্তৃত খেলার মাঠ যেখানে রয়েছে প্রিয়-প্রাঙ্গন, মধু মঞ্জুরী, নারিকেল চত্বর ও বকুল তলার মতো মনোমুদ্ধকর স্থাপনা। শাপলা চত্বর ও সাঁঝের মায়ার মতো নান্দনিক স্থাপনা এ পিটিআইকে অনন্যতা দান করেছে। শিশুদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য স্থাপিত হয়েছে শিশু কানন। পুরো পিটিআই জুড়ে আছে  অসংখ্য গাছের সমৃদ্ধ সমাহার।